আমার সম্পর্কে

আমার ফটো
House: 14, Road: 15, Rupnagar R/A, Mirpur, Dhaka - 1216, Dhaka-1216, Bangladesh
আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিকে সুক্ষভাবে সংযুক্ত করে আরাম, সুরক্ষা এবং বিনোদনের মাধ্যমে আপনার জীবনযাত্রাকে উন্নত করা।

স্মার্ট হোম ও ডিজিটাল হোমের মধ্যে পার্থক্য

স্মার্ট হোম এবং ডিজিটাল হোম শব্দ দুটি শুনতে কাছাকাছি হলেও এদের মধ্যে তফাৎ অনেকটা কোনো প্রযুক্তির প্রজন্মগত পার্থক্যের মতো ৷ হোম নেটওয়ার্কিং প্রযুক্তি আবিষ্কার হবার পর তৈরি করা হয় ডিজিটাল হোম, যার উদ্দেশ্য ছিল শুধু বিনোদন ৷ কিন্তু ডিজিটাল হোম তৈরির পরে বুঝা গেল যে হোম নেটওয়ার্কিংয়ের গুরুত্ব শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় ৷ আর তারপরই একটি সিস্টেম তৈরি করা হয়, যা একটি বাড়ির সব কাজ কন্ট্রোল করতে সক্ষম এবং তার নাম দেয়া হয় স্মার্ট হোম, আর এ কারণেই স্মার্ট হোমকে ডিজিটাল হোমের পরবর্তী প্রজন্ম হিসেবে ধরা হয় ৷ 


হোম এন্টারটেইনমেন্টের পাশাপাশি স্মার্ট হোমে যুক্ত করা হয়েছে সিকিউরিটি এবং কমিউনিকেশন সিস্টেম, যা ডিজিটাল হোমে নেই ৷ পুরো বাড়ির কন্ট্রোল হাতের মুঠোয় আনতে গিয়ে এতে আরো যুক্ত করা হয়েছে অসংখ্য ছোটখাটো ফিচার আর এজন্য স্মার্ট হোম তৈরির ক্ষেত্রে অনেক বেশি জটিলতা দেখা দেয় ৷ এ কারণে স্মার্ট হোম যখন পূর্ণাঙ্গ সিস্টেম তখন ডিজিটাল হোমকে তার একটি সাবসিস্টেম হিসেবে ধরা যায় ৷ হোম নেটওয়ার্কিং প্রযুক্তির ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন হলো স্মার্ট হোম ৷ ডিজিটাল হোম এর কনসেপ্ট এখন অনেকটাই বিলুপ্তির পথে, আর তার জায়গা দখল করে নিয়েছে স্মার্ট হোম ৷ একজন মানুষ তার বাড়িকে ঠিক যত উপায়ে কন্ট্রোল করার চিন্তা করতে পারেন ঠিক তত উপায়েই স্মার্ট হোমের সিস্টেমকে নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি করতে হয় অর্থাৎ স্মার্ট হোম সিস্টেমকে প্রোগ্রাম করার ক্ষেত্রে একেকজনের চাহিদা একেকরকম হতে পারে ৷ ডিজিটাল হোমের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার ছিল না ৷ যুগোপযোগী প্রযুক্তি হবার কারণে স্মার্ট হোম অনেকদিন ধরেই যে একটি চলমান ও জনপ্রিয় প্রযুক্তি হিসেবে অবস্থান করবে; একথা নিঃসন্দেহে বলা যায় ৷

1 টি মন্তব্য:

Thanks for reading!
Share this post with your friends and family.
Please post your valuable feedback in comment section.

Blogger দ্বারা পরিচালিত.